লক্ষ্মীপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আসাদ বিন আনোয়ার নামের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উসামা ও হামজা নামের আরও দুই জন আহত হয়েছেন। বুধবার ভোর রাতে রায়পুর-চট্টগ্রাম মহাসড়কের চর চামিদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছে বলে জানা গেছে। অপর আহতদের সংকটাপন্ন অবস্থায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত আসাদ চট্টগ্রাম বাইতুশ শরিফ কামিল মাদ্রাসার ছাত্র ও চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়েদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানীর ছেলে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো: আব্দুল মালেক জানান, ভোর রাতে পরিবারের সদস্যরাসহ আসাদ চট্টগ্রাম থেকে মাইক্রোবাস যোগে বাড়িতে আসার পথে ঘটনাস্থলে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে আসাদ নিহত হন। আহত হন আরও ২ জন। পুলিশ গাড়িটি উদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/ ০৭ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ/হিমেল-১৩