নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাক ও একটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহতদের মধ্যে দোলন হোসেন (২৮) ও হেলাল উদ্দিন (৬০) নামের দু'জনের পরিচয় জানা গেছে। তাদের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল সাড়ে ৯টার দিকে মানিকপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং নাটোর সদর হাসপাতালে আরও একজন মারা যান। হতাহত সবাই ট্রাকের আরোহী বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব