টাঙ্গাইল ছাত্রলীগের কমিটি বাতিল এবং নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আন্দোলনরত নেতাকর্মীরা।
বুধবার সকালে টাঙ্গাইল শহীদ পৌর উদ্যান থেকে আন্দোলনরত টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে বক্তৃতা করেন ছাত্রলীগ নেতা মনির সিকদার ও মুকুল প্রমুখ।
সমাবেশে তারা বর্তমান কমিটিকে 'মনগড়া' ও 'অবৈধ' বলে আখ্যা দেন।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা