ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৪৩) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারোবাজার ফুলবাড়ি এলাকার রেলগেইটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল একই উপজেলার ফয়লা গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে ও ঝনঝনিয়া বঙ্গবন্ধু মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের কৃষিবিষয়ক শিক্ষক ছিলেন।
এব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে রবিউল ইসলাম রেললাইন পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী চিত্রা এক্সপ্রেস নামে একটি ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
বিডি-প্রতিদিন/ ০৭ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ