ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর গ্রামে সাপের কামড়ে নাজমা খাতুন (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নাজমা খাতুন ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে ও হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী।
স্বজনেরা জানায়, রাতে নিজের বিছানায় শুয়েছিল স্কুলছাত্রী নাজমা খাতুন। সে সময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে নাজমার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০৭ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ