ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে বৃহস্পতিবার চালু হচ্ছে 'মোহনগঞ্জ এক্সপ্রেস' নামে আরও একটি আন্তঃনগর ট্রেন। কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বছরের মাথায় আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর খবরে হাওরাঞ্চলবাসী এটিকে ঈদের বাড়তি উপহার হিসেবে দেখছেন।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিই বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ আন্তঃনগর ট্রেন সার্ভিস। ইন্দোনেশিয়া থেকে আনা নতুন মিটারগেজ কোচ দিয়ে চলবে এ ট্রেনটি। ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দুপুর ২টা ২০ মিনিটে ছাড়বে এবং রাত ৮টা ৪০মিনিটে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবে। রাত সাড়ে ১১টায় মোহনগঞ্জ থেকে ছেড়ে পরদিন ভোর ৬টায় ঢাকা পৌঁছাবে। পথে বিমানবন্দর, গফরগাঁও, ময়মনসিংহ, গৌরীপুর, শ্যামগঞ্জ, নেত্রকোনা, ঠাকুরাকোনা, বারহাট্টা ও মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
১৪টি বগি বিশিষ্ট এই আন্তঃনগর ট্রেনে ৬৫৬টি আসনের মধ্যে শুধু মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য ২৩৩টি আসন বরাদ্দ দেয়া হয়েছে। স্টেশনের কাউন্টার ও অনলাইনের মাধ্যমে এ ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে এবং সপ্তাহে সোমবার ব্যতীত প্রতিদিনই ট্রেনটি এ রেলপথে চলাচল করবে।
উল্লেখ্য, হাওরাঞ্চলের যাত্রীদের জন্য ২০১৩ সালের ৩১ জুলাই এ রেলপথে প্রথমবারের মতো 'হাওর এক্সপ্রেস' নামে একটি আন্তঃনগর ট্রেন চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন সার্ভিসটি লাভজনক হওয়ায় ও অতিরিক্ত যাত্রীর কারণে কর্তৃপক্ষ এবার আরও একটি আন্তঃনগর ট্রেন চালু করতে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা