পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত সংলগ্ন লেম্বু চরের জঙ্গল থেকে হাত বাঁধা অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার পুলিশ খবর পেয়ে ওই লাশ উদ্ধার করে। বুধবার সকালে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত ওই লাশের হাত দুটো পেছন দিক থেকে বাঁধা ও পরনে জিন্সপ্যান্ট ও গেঞ্জি রয়েছে। মহিপুর থানার ওসি এসএম মাকসুদুর রহমান এটি খুনের ঘটনা এমনটি দাবি করে সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় একটি অজ্ঞাতনামা আসামি করে হত্যামামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৫