বগুড়া শহরের ঠনঠনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আকাশ (১১) গত ১৬ আগস্ট থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনার পরদিন বগুড়া সদর থানায় একটি জিডি করা হলেও এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি।
বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে আকাশ গত ১৬ আগস্ট বিকেলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ সময় তার পরনে ছিল জিনসের প্যান্ট ও সবুজ রঙের গেঞ্জি। কেউ তার সন্ধান পেলে এই ০১৭৭৮-৪৬০৩৫৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন আকাশের পরিবার।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব