বরিশালে সদ্য প্রতিষ্ঠিত কাউনিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার পালের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্ল্যাকার্ড নিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে তারা।
এসব প্ল্যাকার্ডে লেখা ছিল- 'শংকর স্যারের বদলি মানি না, মানবো না', 'শংকর স্যারকে ছাড়া স্কুল করবো না', 'শংকর স্যারের বদলি প্রত্যাহার করো, করতে হবে'।
অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ শেষে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
চলতি বছরের ৫ সেপ্টেম্বর কাউনিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার পালকে ভোলা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বদলি করা হয়।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা