ঠাকুরগাঁওয়ে শিশু শ্রমিকদের মাঝে বুধবার ইএসডিও ক্লিয়ার প্রজেক্টের সহযোগিতায় ভোকেশনাল মালামাল বিতরণ করা হয়েছে। ১শ' শিশুর মাঝে ভোকেশনাল প্রশিক্ষণ পরবর্তী এসব মালামাল বিতরণ করা হয়।
চাইল্ড লেবার এলিমেনেশন এ্যাকশন ফর রিয়াল চেঞ্জ ইন আরবান স্লাম এরিয়াস অফ রংপুর সিটি কর্পোরেশন অ্যান্ড ঠাকুরগাঁও মিউনিসিপালিটি অফ নর্থ ওয়েস্টার্নের (ক্লিয়ার) আয়োজনে এসব মালামাল বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা