সিরাজগঞ্জের সলঙ্গায় বুধবার বিকেলে ট্রাকচাপায় শাহিদা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। তার বাড়ি নলকা ইউনিয়নের কায়েম গ্রামে। এসময় তার স্বামী শাহিন আহম্মেদ ও তার দুই ছেলে আহত হয়েছে।
বুধবার বিকেল পৌনে ৪টার দিকে থানার পাচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল কাদের জানান, পাচলিয়া বাজার এলাকায় একটি ভ্যানকে পেছন থেকে ববগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শাহিদা নিহত হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা