নাটোরের সিংড়ায় জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল খালেকের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতায় ভাতার চার লাখ ৪০ হাজার টাকা ফেরত যাওয়ায় এবং ঈদের আগে পাওনা বেতন পরিশোধের দাবিতে বুধবার দুপুরে ব্যাংকের সামনে এ মানববন্ধন করা হয়।
২০১৫-১৬ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতার সমুদয় টাকা সংশ্লিষ্ট শিক্ষকদের অ্যাকাউন্টে দিতে ব্যর্থ হয় ব্যাংক কর্তৃপক্ষ। এতে ওই টাকা ফেরত চলে যায়।
ব্যাংক ম্যানেজার আ. খালেক বলেন, ব্যাংকের এক কর্মকর্তার গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে। টাকা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে।
শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আশা করি, দ্রুত সমস্যাটি সমাধান করা হবে।
উপজেলা হিসাবরক্ষণ অফিসার এ.কে ফজলুল হক বলেন, টাকা ফেরত যাওয়া দুঃখজনক। এই টাকা ঈদের আগে আনা সম্ভব নয়। ঈদের পর এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদা পাঠানোর মাধ্যমে অ্যাকাউন্টে টাকা আনা সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা