রাজশাহীতে সাপের কামড়ে ময়না বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মৃত্যু হয় তার।
ময়না বেগম জেলার বাগমারা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম আবদুল মতিন।
হাসপাতালে আবদুল মতিন জানান, বুধবার সকাল ৭টার দিকে বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করছিলেন ময়না বেগম। এ সময় তাকে একটি সাপ কামড় দেয়। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/এনায়েত করিম