ধানের কুঁড়ার বস্তার সাথে বিশেষ কায়দায় ফেন্সিডিল পাচারকালে বগুড়ায় ৪০০ বোতল ফেনসিডিলসহ রঞ্জু প্রামানিক ওরফে কালু (২৫) নামে এক ট্রাক চালককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমানমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রঞ্জু বগুড়া শহরের নামাজগড় এলাকার মৃত কাংকু প্রামাণিকের ছেলে। এঘটনায় বহনকারী ট্রাকটি জব্দ করেছে পুলিশ ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ধানের কুঁড়ার বস্তাবোঝাই একটি ট্রাক শহরের নামজগড় এলাকায় আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মাটিডালি বিমানমোড় এলাকায় ট্রাকটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ধানের কুঁড়ার বস্তার ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৯