নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমানের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুলছাত্রী মিম (১৩)।
বুধবার বিকেলে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের রথপাড়া গ্রামে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন তিনি।
মিম রথপাড়া গ্রামের ফজলার রহমানের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান জানান, উপজেলার মানুষের সুবিধার্থে ব্যবহৃত হটলাইনে স্থানীয় এলাকাবাসী বাল্যবিয়ের অভিযোগ দেন। অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়। এ সময় বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও মেয়ের বয়স ১৮ বছর হওয়ার আগে মেয়ের বিয়ে দিতে পারবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
বিডি প্রতিদিন/ ০৭ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন