বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে ৩ ঘন্টার ব্যবধানে দুই শিশুল পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
পৃথক মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাগেরহাটের ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, বুধবার সকাল ১১টার দিকে ছোটবাহিরদিয়া গ্রামের ইসলাম সরদারের শিশু ছেলে নিশান সরদার (৭) পুকুরের পানিতে ডুবে মারা যায়। এদিন দুপুরে অনুরূপ ভাবে একই এলাকায় ৩ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে মারা গেছে নাসির তালুকদারের ৪ বছরের শিশু কন্যা খাদিজা খাতুন।
বিডি প্রতিদিন/ ০৭ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন