কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বুধবার ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রনি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সে চাপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার থালে আলমপুর গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র। ভ্রাম্যমাণ আদালত প্রমাণের ভিত্তিতে তাকে ছয় মাসের কারাদন্ড দেয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকা থেকে রনিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/তাফসীর