জামালপুরে কমিউটার ট্রেনের বগি থেকে টিকিট কালেক্টর (এটিএস) কামরুজ্জামান সাজ্জাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বখাটেরা। জামালপুর জেনারেল হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি বুধবার রাত ১০টার দিকে জামালপুর শহরের কাছারিপাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় কয়েকজন বখাটে ওই ট্রেনের এটিএস কামরুজ্জামান সাজ্জাদকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেয়। তিনি কাছারিপাড়া এলাকায় রেললাইনের ধারে রাস্তায় পড়ে ছিলেন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হাসানুল বারী জানান, রোগীটি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আঘাতের ২৪ ঘণ্টা পেরোনের আগে রোগীর প্রকৃত অবস্থা কেমন হবে তা বলা যাবে না। কমিউটার ট্রেনের এটিএস আহত কামরুজ্জামান সাজ্জাদ মেসার্স এসআর ট্রেডিংয়ের একজন কর্মচারী। তার কোড নম্বর ৮৪৫৭।
বিডি-প্রতিদিন/এস আহমেদ