ঝিনাইদহের লাউদিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আনিচুর রহমান (৪০) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আনিচুর রহমান জেলার কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের গোলাম আলী মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন জানান, কালীগঞ্জ উপজেলা থেকে আলমসাধুতে পানবোঝাই করে ঝিনাইদহ শহরের দিকে আসছিল। পথিমধ্যে লাউদিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক আনিচুর রহমান নিহত হয় এবং আহত হয় আরও ২ জন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ