সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে শুধু পুরুষদের মানববন্ধন ও সমাবেশই যথেষ্ট নয়। দেশ-বিদেশে নারীদেরকে ভুল বুঝিয়ে জঙ্গি বানানো হচ্ছে। আত্মঘাতি হামলায় উদ্বুদ্ধ করছে। তাই ঘরে-বাইরে নারীদেরকে সচেতন হবে। কথাগুলো বলেছেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
তুলাতলা মহিলা কৃষি প্রষিক্ষণ ইন্সিষ্টিটিউট আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে আজ বৃহস্পতিবার তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
বেলা ১০টায় ইন্সষ্টিটিউটের মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইন্সষ্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন, দৈবজ্ঞহাটি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির, কম্পিটার অপারেশন বিভাগের প্রশিক্ষক কানিজ ফাতেমা ও বিউটি পার্লার বিভাগের প্রশিক্ষক লিমা আক্তার। আলোচনা শেষে জঙ্গিবাদ বিরোধী স্ব-রচিত গান পরিবেশন করেন মো. মনোয়ার হোসেন খোকন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ