অশ্লীল ছবি ও ভিডিও ক্লিপ বিক্রির দায়ে পঞ্চগড় শহরের জেলা পরিষদ সুপার মার্কেটের দু'টি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অশ্লীল ছবি ও ভিডিও বিক্রি বন্ধে বৃহস্পতিবার সকাল থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযানে নামে পঞ্চগড় জেলা প্রশাসন।
আদালত এ সময় স্পিট বিডি নামের একটি ভিডিও ডাউনলোডের দোকানকে ২ হাজার টাকা এবং কথা টেলিকমকে ৫০০ টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান আদালতের বিচারক তাজওয়ার আকরা সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ''শহরের এসব দোকানে অশ্লীল ভিডিও, ছবি বিক্রি করা হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজের ছাত্র এবং তরুণরা বেশি আকৃষ্ট হয়ে পড়ছে এতে। ফলে সমাজে নৈতিক অবক্ষয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। অভিযান চলতেই থাকবে।''
বিডি-প্রতিদিন/এস আহমেদ