বাগেরহাটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
বাগেরহাট জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ব্যুরো আয়োজিত কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ও সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।
জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।
এছাড়া অন্যানের মধ্যে বক্তৃতা দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমিনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্ধার, উপানুষ্ঠানিক ব্যুরোর উপপরিচালক অগ্রজ কুমার রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/ ০৮ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন