গাইবান্ধা সদর উপজেলায় মাদক বিক্রয় ও সেবন করার দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল মমিন খান এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত হলেন- জেলা শহরের খানকাহ শরীফ এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে কাজেম আলী (৩৩), শহরের ডিবি রোড ফকিরপাড়ার মৃত শহিদুর রহমানের ছেলে আবু জোবায়ের শিহাব (২৫), রেলওয়ে কলোনীর বাসেদ আলীর ছেলে লাভলু মিয়া (৪০), বিহারিপট্টি রেলওয়ে কলোনীর আব্দুল গোফ্ফারের ছেলে সায়েদ আলী (৩৫) ও সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে আব্দুর রাজ্জাক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।
পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় বিচারক মাদক বিক্রির দায়ে কাজেমকে এক বছর ও শিহাবকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এছাড়া মাদক সেবনের দায়ে লাভলু, সায়েদ ও রাজ্জাককে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/ ০৮ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন