নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদুল আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ব্রাহ্মগাওঁস্থ জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। উপজেলার গাড়াগাওঁ, চরপাড়া ও ভোলাব ঈদগাহ ময়দানে ঈদের বড় বড় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ১১৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ