ফেনীতে আবদুল্লাহ আল নোমান নামের ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে নিজ দলের কর্মীরা। রবিবার দুপুরে শহরের শহিদ শহীদুল্লাহ সড়কে এ ঘটনা ঘটে। নোমান এই ঘটনার জন্য পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম পিন্টুকে দায়ী করেছেন। নোমান ফেনী সরকারী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহিদ শহীদুল্লাহ সড়কে রোকেয়া টাওয়ারের সামনে নোমানকে প্রতিপক্ষের ৭/৮ জন কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতালে নোমানকে দেখতে যান।
প্রসঙ্গত, ফেনী কলেজ ছাত্রলীগের এই অংশের সাথে পৌর ছাত্রলীগের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ