সাবেক পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে বেলাল হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে গ্রেফতার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, গ্রেফতারকৃত বেলাল হোসেন দীর্ঘদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক এবং বিএনপি-জামাতের পরিবেশিত নানা ধরনের মনগড়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছিল। সম্প্রতি সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে ফেসবুকে নোংরা ও আপত্তিকর পোস্ট শেয়ার করে বেলাল হোসেন। এই ঘটনায় রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত বাদী হয়ে আইসিটি আইনে রাঙ্গুনিয়া থানায় বেলাল হোসেনসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বেলাল হোসেনকে উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ