কুড়িগ্রামের রাজীবপুরে চতুর্থ শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। আলম মিয়া নামের (২৭) এক 'লম্পট' এতিম ওই শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বালিয়ামারী সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটলেও জানাজানি রবিবার রাতে।
অভিযুক্ত ধর্ষক আলম মিয়ার বাড়ি বালিয়ামারী আদর্শ গ্রামে।
ঘটনার পর ধর্ষিত শিশুটিকে প্রথমে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক চিকিৎসা ও তদন্তে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য রাতেই শিশুটিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমি বিষয়টি থানা পুলিশকে জানানোর কথাও বলেছি।
শিশুটির স্বজন জাহাঙ্গীর আলম জানান, শিশুটি জামালপুরে চিকিৎসাধীন রয়েছে। তার বাবা বেঁচে নেই। তারা খুবই গরীব। চিকিৎসা শেষে থানায় অভিযোগ দেওয়া হবে।
এ ব্যাপারে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পৃথীশ কুমার সরকার জানান, ওই ধরনের কোনো অভিযোগ কেউ দেয়নি। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এস আহমেদ