কুমিল্লার চৌদ্দগ্রামে ২৪০ বোতল ফেনসিডিল ও ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বসির উদ্দিনকে আটক করেছে পুলিশ। আজ সকাল পৌর এলাকার রামচন্দ্রপুর গ্রামে জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। বসির পাশ্ববর্তী বৈদ্দেরখীল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
চৌদ্দগ্রাম থানার এএসআই শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসির উদ্দিনকে (২৭) আটক করা হয়। পরে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিল ও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার