মাদারীপুর কালকিনি উপজেলার পান্থাপাড়া ব্রিজের কাছে আজ দুপুর আড়াইটার দিকে সাকুরা পরিবহনে চাপা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। জানা যায়, বরিশাল থেকে মটর সাইকেলে ফেরার পথে উপজেলার পান্থপাড়া এলাকায় সাকুরা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু'জন মারা যায়।
নিহতরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার চরমস্তফাপুর গ্রামের আইয়ুব আলী মাতুব্বরের ছেলে সোহাগ এবং বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের খাদেম সরদারের ছেলে শাহিন সরদার।
স্থানীয়রা মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার