নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে এক ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুলিশ নারী কল্যাণ (পুনাক) নোয়াখালী এই ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে। ভিন্নধর্মী এই আয়োজনে সহাযোগিতা করে পুলিশ নারী কল্যাণ (পুনাক)।
দিনব্যাপী ঈদ আনন্দ অনুষ্ঠানে ছিল মজার মজার খেলা, বড় পর্দায় শিশুতোষ ছবি দেখা, গান, গল্পবলা ও মেহেদীর রঙে শিশু-কিশোরদের রাঙিয়ে তোলা। এ সময় শিশু-কিশোরদের মাঝে ঈদের নতুন পোশাক, খাবারসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়। ভিন্নধর্মী এই আয়োজনে আগত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'পুনাক' নোয়াখালীর সভাপ্রধান নাসরিন লায়লা শরীফ। এ সময় পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, পুনাক-র সহ সভাপতি সাদিয়া রহমান, সহ সাধারণ সম্পাদক কৃষ্ণা চাকমা, সদস্য জান্নাতুল ফেরদৌস, বিডিনিউজের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুসহ বিভিন্ন শিশু-কিশোর সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১২ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ