দিনাজপুরের বিরলে মোঃ সুমন (২০) নামে এক অটোবাইক চালককে শ্বাসরোধ করে হত্যার পর অটো বাইক নিয়ে পালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মোঃ সুমন দিনাজপুর সদর উপজেলার রামনগর হীরার হাট নামক এলাকার মোঃ জশরত আলীর ছেলে।
আজ মঙ্গলবার দুপুর ২টায় বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের টেরগা রাজা দিঘী নামক এলাকায় হতে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
বিরল থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের টেরগা রাজা দিঘী নামক এলাকায় হতে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহটির দিনাজপুর সদর উপজেলার রামনগর হীরার হাট নামক এলাকার মোঃ জশরত আলীর ছেলে অটো বাইক চালক মোঃ সুমনের। অজ্ঞাত দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর ফেলে মৃতদেহটি ফেলে রেখে অটো বাইক নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে ।
সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/তাফসীর