কুমিল্লা নগরীর নেউরায় আবদুল গনি (৫৫) নামের এক ব্যবসায়ীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তিনি কুমিল্লা সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আহমেদ আলীর ছেলে। সদর দক্ষিণ থানা পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কলেজ মর্গে পাঠিয়েছে
।
সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার কানু জানান, 'মঙ্গলবার দুপুরেও দোকান খুলছে না দেখে স্থানীয়রা আবদুল গনিকে ডাকাডাকি করেন। পরে তারা দেখেন তার লাশ দোকানের ভেতরে পড়ে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে বিকালে মর্গে পাঠিয়েছে'।
ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/তাফসীর