দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নারী ও শিশুসহ চার জন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। বুধবার বেলা ২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বলেন, ঘটনাস্থলে দু'জন এবং হাসপাতালে নেওয়ার পর এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। আর আহতদের ৩৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে দিনাজপুর শহরের ফকিরপাড়ার জাকির হোসেনের স্ত্রী ফারজানা (৪৫) ও নতুনপাড়ার রুবেল হোসেনের ছেলে সায়েম (৩)- এর পরিচয় জানা গেছে। ঘটনাস্থলেই নিহত অন্য দু'জনের পরিচয় জানাতে পারেননি দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম।
স্থানীয় অটোরিকশা চালক আনোয়ার হোসেন জানান, দিনাজপুর থেকে রংপুরগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে তা মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার/এস আহমেদ