জামালপুরের সরিষাবাড়িতে খালের পানিতে ডুবে সাত বছর বয়সি দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ডোয়াল ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু ওই গ্রামের সেলিম মিয়ার মেয়ে সাদিয়া ও নাদিয়া।
প্রতিবেশী ইউসুফ আলী জানান, বিকেলের দিকে দুই বোন বাড়ির পাশে খালের পাড়ে খেলছিল। কোনো এক সময় সবার অলক্ষ্যে তারা খালের পানিতে পড়ে যায়। এ সময় এক বোনের লাশ পানিতে ভেসে ওঠে। খোঁজাখুঁজির একপর্যায়ে আরেক বোনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ