রংপুরের পীরগঞ্জ উপজেলায় শিবলী মন্ডলের (১৭) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শানেরহাট ইউনিয়নের বুড়িরপুকুর এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিবলী একই ইউনিয়নের ঘোষপুর এলাকার কৃষক আশরাফ মণ্ডলের ছেলে। তিনি পাশের উপজেলা মিঠাপুকুরের শঠিবাড়ি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, 'বুধবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক শিবলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ি ফেরেনি শিবলী। ভোরে বাড়ি থেকে আধাকিলোমিটার দূরে বুড়িরপুকুর এলাকায় রাস্তার পাশে তার মরদেহ খুঁজে পায় স্বজনরা'।
নিহতের গলায় জখমের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম