কুমিল্লার চৌদ্দগ্রামে ২৭২ বোতল বিভিন্ন প্রকার মদ ও ৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন পৌর এলাকার বৈদ্দেরখীল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বসির মিয়া, মুন্সিরহাটে মেষতলী এলাকার আবুল কালামের ছেলে ইসমাইল ও লাকসাম জেনারেল হাসপাতাল সংলগ্ন বিনোদ বিহারী সাহার পুত্র তরুণ সাহা।
চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার ও এএসআই শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার থেকে বুধবার গভীর রাত পর্যন্ত পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ২৪০ বোতল ফেনসিডিল ও ৭ কেজি গাঁজাসহ বসির উদ্দিন, ২২ বোতল মদসহ ইসমাইল ও ১০ বোতল হুইস্কিসহ তরুণ সাহাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার