নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন থেকে বাবলু (২৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সুন্দল গ্রামের আলম মিয়ার বাড়ির বাগান থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত বাবলু ওই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবলু চট্রগ্রামে চাকুরি করতেন। তিনি কয়েক দিন আগে ঈদের ছুটিতে বাড়িতে আসেন। বুধবার গভীর রাতে কোন এক সময় বাড়ির পাশের বাগানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তিনি। বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন বাগানে গেলে বাবলুকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে কবিরহাট থানা পুলিশকে খবর দেওয়া হয়।
কবিরহাট ওসি মোক্তার হোসেন জানান, বাবলু নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার