বরিশাল নগরীর বহুল আলোচিত ইউপি মেম্বর ফরিদ উদ্দিন হত্যা মামলা ৬ লাখ টাকায় রফাদফা হচ্ছে। বাদীকে ৬ লাখ টাকার বিনিময়ে মামলা থেকে পরিত্রাণ পাওয়ার সমঝোতা করেছেন আসামিরা। গত ৫ বছর ধরে চলমান এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর প্রথম দিনেই বাদী-আসামির সমঝোতার বিষয়টি নজরে আসে সবার।
মামলার বাদী নিহত ফরিদের ভাই ইউনুস হাওলাদারের দাবি তাদের পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আর্থিক অনটনের কারণে ভাইয়ের শোক ভুলে আসামিদের সাথে ৬ লাখ টাকায় রফাদফা করার কথা তিনি স্বীকার করেন।
মামলার বাদি ইউনুস হাওলাদার জানান, আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তাদের পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। গত ৫ বছরে অল্প অল্প করে বহু টাকা খরচ হয়েছে। এখন আর এই মামলার পেছনে টাকা খরচ করার উপায় নেই। ভাই হারিয়েছেন, তাকে তো আর ফেরত পাওয়া যাবে না। এখন আসামিদের প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছি। তারা তাদের ৬ লাখ টাকা দেবে। আগামী তারিখের পূর্বে টাকা লেনদেন হওয়ার কথা রয়েছে। টাকা লেনদেন হলে পরবর্তী তারিখ আদালতকে বিষয়টি বুঝিয়ে মামলা নিষ্পত্তির চেষ্টা করবেন।
এ ব্যাপারে বরিশালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গিয়াস উদ্দিন কাবুল কোন মন্তব্য করতে রাজী হননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার