আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের ছোড়া গুলিতে সিটি ইউনিভার্সিটির সিফাত (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সিটি ইউনিভার্সিটির ৭ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। এসময় দফায় দফায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ওই এলাকায় অধিকাংশ দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরে বিকেলের দিকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আশুলিয়া কলমা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ করে দেয়। এসময় সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে।
আজ সোমবার দুপুরে সাভারের খাগান এলাকার সিটি ইউনিভার্সিটির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শেষ বর্ষের ছাত্র। গুলিবিদ্ধদের মধ্যে বাসুদেব নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।
এব্যাপারে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ওসি) আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ঘটনার সাথে জড়িত বহিরাগতদের মধ্যে দুই জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায়। এছাড়াও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ করে দেয়া হয়। তবে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার