নবাগত বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ সোমবার সকালে এই উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল আলীমসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ইউএনও সিরাজুল ইসলাম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের দর্পণ। তাদের লেখণীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র উঠে আসে। তাই এই উপজেলায় তার বিভিন্ন কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার