সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় আট জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সরকারসহ আট জন আজ সোমবার সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলছিল সিলেটে। সেদিন দুপুরে পরিবহন শ্রমিক নেতাদের সাথে সমঝোতা বৈঠক শেষে সিলেট নগরীর সোবহানীঘাট দিয়ে যাওয়ার সময় শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা চালানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার