টঙ্গী সংলগ্ন আব্দুল্লাহপুর সূইচ গেইট এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোকজন পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির দোকনপাট ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরসহ বুলডুজার দিয়ে গুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় ব্যবসায়ীরা তাড়াহুড়া করে মালামাল সরাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এরা হলো, আজিজুল হক,বুট্রো, হাসিনা ,রেশমী ও নাজমুল। আহতদের উত্তরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের কল্যাণ সমিতির সভাপতি শাহজাহান মোল্লা বলেন, আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে লীজ নিয়ে ১৪বছর ধরে ব্যবসা করে আসছি। ইতোমধ্যে উত্তরা কল্যাণ সমিতির লোকজন এই জায়গাটি দলখ করার উদ্যেশে উচ্ছেদসহ বিভিন্ন ভাবে হয়রানি করে আসছেন। এঘটনার পর ক্ষুদ্র ব্যবসায়ীরা মোকাম বিজ্ঞ ২য় সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধজ্ঞার একটি মোকদ্দমা করেন। পরে আদালত আগামী ১৮এপ্রিল এর বিচার কার্যক্রম ধার্য করেন। আদালতে বিচাধীন থাকা অবস্থায় স্থানীয় কাউন্সিলর আফছার উদ্দিন ব্যবসায়ীদের না জানিয়ে আজ দুপুরে সিটি’র লোকজন নিয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরসহ বুলডুজার দিয়ে দােকানপাট গুড়িয়ে দেয়।
এব্যাপারে কাউন্সিলর আফছার উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আপনার দরদ লাগলে ওনাদের জমি কিনে দেন। আর বেশি কিছু জানতে চাইলে মেয়রের সাথে কথা বলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার