বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার নবগঠিত কমিটি গঠনতন্ত্র অনুযায়ী অনুমোদন না দেয়ায় তা বিলুপ্ত করা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তি করা হয়।
সংগঠনের নিয়মানুযায়ী কমিটি না দেয়ায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক রাশেদ খানকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেয়া হয়েছে।
অনুমোদিত ওই কমিটিতে অছাত্র, বিবাহিত, অযোগ্য, চাকুরীজীবি এবং ছাত্রদল-শিবির নেতাদের ঠাই দেয়ার অভিযোগ এনে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি প্রত্যাখান করে পদত্যাগ করে আন্দোলনে মাঠে নামে কমিটির ১২ জন নেতা।
সদ্য অনুমোদিত কমিটির সহ-সভাপতি সবুজ সিকদার (পদত্যাগ করা) জানান, সংগঠনের নিয়ম বহির্ভূত ভাবে কমিটি অনুমোদন দেয়ার ঘটনায় তা বিলুপ্ত করে কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক।
গত বৃহস্পতিবার পটুয়াখালী জেলা ছাত্রলীগের এক প্রেস নোটে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখার সভাপতি আনিসুজ্জামান সোহাগ মৃধা ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল শরীফসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটি দেয়ার পর থেকেই এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পর থেকেই গণপদত্যাগসহ সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ, সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন