বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আজ সোমববার বিকেলে ওই এলাকার ছোট দু'দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বিকেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গতকাল বিকেলে কলসকাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ছোট দু'দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়। সম্মেলনের এক পর্যায়ে ইউনুছ আলী খান এবং হায়দার আলী খান দুই জনই ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ দাবি করেন। উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটি গঠন নিয়ে এক পর্যায়ে সেখানে চরম হট্টগোল সৃষ্টি হয়। পরে দুই সম্ভাব্য নেতার কর্মী-সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে স্থানীয়রা। নির্ভরযোগ্য একাধিক সূত্রে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে বাকেরগঞ্জ থানার ওসি এমএম আজিজের সরকারি মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার