বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে শহরের পুরাতন পোষ্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাঈদুর রহমান বাচ্চু শহরের দরগাপট্টি মহল্লার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন পোষ্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা বাচ্চুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধদান ও নাশকতার অভিযোগে দায়ের করা ১০টিরও বেশি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার