ময়মনসিংহের ভালুকায় বনের জমি দখল করার সময় এক শ্রমিককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আজ সোমবার দুপুরে হবিরবাড়ী বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরীর নেতৃত্বে বন প্রহরীদের একটি দল বন বিভাগের দাবিকৃত ভূমিতে দখল কাজ করার সময় ওই শ্রমিককে আটক করে। আটককৃত শ্রমিক শেরপুর নালিতাবাড়ীর উপজেলার মরিচপুরান গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল মালেক(৫০)। তাকে আটক করে বন আদালতে সোর্পদ করা হয়েছে।
রেঞ্জের অফিস সূত্রে জানা যায়, হবিরবাড়ী বিটের অধীনে মেহেরাবাড়ী মৌজায় বন বিজ্ঞপ্তিত ৮৭/৯৪/৯৯ ও ১০৩ নং দাগে বন বিভাগের বাধা উপেক্ষা করে লাবিব ডাইং মিলস্ লি. এর পক্ষে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় শতাধিক লোকজন নির্মাণ কাজ করছিল।
এ ব্যাপারে হবিরবাড়ী বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরী জানান, আমরা তাদের বিরোদ্ধে ৮/১০টি মামলা বন আদালত ও ভালুকা মডেল থানায় দায়ের করেছি। কিন্তু তারা স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় আদালত ও আমাদের বাধা উপেক্ষা করে শতাধীক লোক দীর্ঘদিন যাবৎ কাজ করছিলো। আমরা বাধ্য হয়ে টিম গঠন করে একজন শ্রমিককে আটক করে আদালতে প্রেরণ করেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে জবরদখলকারীরা পালিয়ে গেলেও সাইফুল মালেক নামের এক শ্রমিককে আটক তার বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি। কোম্পানীর উদ্ধর্তন কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
ভালুকা মডেল থানার ওসি মামুন-অর রশিদ জানান, লাবিব ডাইং মিলস্ লি. এর বিরোদ্ধে থানায় বন কতৃপক্ষের একটি মামলা রয়েছে। আমরা তাদের বাধাও দিয়েছিলাম। একজন শ্রমিককে বন কতৃপক্ষ আটক করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার