ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ক্রোকারিজ মার্কেটে (উপহার সামগ্রী) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে। পরে প্রায় দুই ঘণ্টা ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের লাবনী এ্যালমোনিয়াম নামের একটি দোকানের পেছনের গুদাম থেকে স্থানীয়রা আগুনের ধোয়া দেখতে পায়। প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টায় ব্যর্থ হলে আগুন আশে পাশের দোকানে ছড়িয়ে পরে। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ও বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, শর্ট-সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল