আশুলিয়ার জামগড়া এলাকায় শাহাদাত নামে ৫ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা মামলার অভিযুক্ত আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহাঙ্গীর (৩৪) আশুলিয়ার জামগড়া এলাকার আহম্মেদ আলীর ছেলে।
জানা যায়, গত ১ই এপ্রিল শিশু শাহাদাতকে রড দিয়ে পিটিয়ে হত্যার পর পালিয়ে যায় জাহাঙ্গীর। পরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর সোমবার তার অবস্থান নিশ্চিত করতে পারে পুলিশ। এসময় বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) অহিদ মিয়া বলেন, জাহাঙ্গীর প্রাথমিকভাবে শিশুটিকে রড দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল