গোপালগঞ্জে চিকিৎসকের অবহেলায় রেহানা পারভীন(২৫) নামে এক প্রসূতী মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার দিবাগত রাত তিন টায় গোপালগঞ্জ শহরের একটি নার্সিং হোমে ওই রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর পূর্বে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। তার বাড়ি কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নে।
মৃত রোহানা পারভীনের স্বামী শফিকুল ইসলাম তনু জানান সোমবার বিকেলে তার স্ত্রী রেহানা পারভীনকে চেকআপ করানোর জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারীর চিকিৎসক উর্মি হককে দেখানো হয়। তাকে দেখানোর পর চিকিৎসক আলট্রাসনো করতে বলেন। আলট্রাসনো করার পর চিকিৎসক উর্মি হক রোগীকে শহরের বিনোদিনী নার্সিং হোমে ভর্তি করতে বলেন। রাত নয় টায় ভর্তির পর রোগীকে তিন ব্যাগ স্যালাইন দেয়া হয় এবং জরুরী ভিত্তিতে অপারেশন করতে হলে বলে চিকিৎসক জানান। চিকিৎসকের কথাতেই রাত ১১ টায় রেহানা পারভীনের সিজার করা হয়। সিজার করে একটি পুত্র সন্তানের জন্ম হয়। পরে রাত একটার দিকে রোগীর অবস্থার অবনতি হয়। কিন্তু অপারেশনের পর আর কোন চিকিৎসক রেহানা পারভীনকে আর কোন চিকিৎসা সেবা না দেওয়ায় বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়। এব্যাপারে অভিযুক্ত চিকিৎসক উর্মি হকের সাথে তার মুঠোফোনে(০১৯২৩-৬২৮৯১২) কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই।