কুমিল্লা সদর উপজেলায় মো. ফারুক হোসেন (২৮) নামের এক পত্রিকার হকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টায় সদরের পালপাড়া ব্রিজের বাবু বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফারুক হোসেন কুমিল্লা সদর উপজেলার উত্তর জামবাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে। স্থানীয়রা জানায়, ফারুক মঙ্গলবার ভোরে বাড়ি থেকে পত্রিকা বিলি করার জন্য বের হন। পরে পালপাড়া ব্রিজের বাবু বাজার এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে ফারুক হোসেনের মরদেহ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/ফারজানা